নিজস্ব সংবাদদাতা, মালদা —-উল্টো রথে
খুঁটি পূজার আয়োজন করলো ঘোড়াপীর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। নিয়োম নিষ্ঠার সাথে খুঁটি পুজোর করা হলো।
এবছর ক্লাবের পুজো ২৮ বছরে পা দিয়েছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের দুর্গাপূজা করে জেলা বাসীর নজর কেড়েছে ঘোড়াপীর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের পুজোর থিম ‘ রইল না মোর ঘরের চাবি মোদের কাছে’ শনিবার দুপুর ১ টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর মোড় সংলগ্ন এলাকায় খুঁটি পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার, ক্লাব সভাপতি সন্তোষ কর্মকার, সম্পাদক কমল ঘোষ, ক্লাব সদস্য কৃষ্ণ রাই (মুন্না) সহ অন্যান্য সদস্যরা। ‘রইল না মোর ঘরের চাবি মোদের কাছে’ মূলত শ্রমিকদের জীবনের গল্প তুলে ধরা হবে পূজা মন্ডপে। একজন রাজমিস্ত্রি তিল তিল করে রাজপ্রাসাদ তৈরি করেন, পরে এই ঘরের চাবি মালিকের হাতে তুলে দেন। অথচ সারা জীবন টিনের চালা বা টালির ঘরেই বসবাস করেন শ্রমিকরা। তেমনি চিত্র তুলে ধরা হবে পূজা মন্ডপে, ভাঙ্গা টিনের বাড়ির পাশাপাশি থাকবে অট্টালিকা। অন্যদিকে শ্রমিকদের মডেল তুলে ধরা হবে দর্শকদের সামনে। দুর্গা প্রতিমাতেও থাকবে থিমের ছোঁয়া। স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার বলেন, গত কয়েক বছরের মতো এ বছরও ক্লাবের থিম দর্শনার্থীদের মন জয় করবে।
ঘোড়াপীর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর তাদের পুজোর থিম ‘ রইল না মোর ঘরের চাবি মোদের কাছে’।

Leave a Reply