আমতা সিরাজবাটি মসজিদ প্রাঙ্গন থেকে সুদৃশ্য তাজিয়া সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা সম্প্রতির বার্তা নিয়ে পরিক্রমা করে সিরাজবাটি মসজিদ তলায় এসে শেষ হয়।

নিজস্ব সংবাদদাতা, আমতা, হাওড়া :- পবিত্র মহরম উপলক্ষে আমতা সিরাজবাটি আনজুমান এ কাদেরিয়া হাজেলা পার্ক ৩৯ তম বর্ষে পদার্পণ করল। মহরম এর দিন দুপুরে বর্ষণ কে উপেক্ষা করে আমতা সিরাজবাটি মসজিদ প্রাঙ্গন থেকে সুদৃশ্য তাজিয়া সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা সম্প্রতির বার্তা নিয়ে আমতা সিনেমতলা, আমতা বাজার,আমতা সি টি সি বাসস্ট্যান্ড, আমতা থানার পাশ দিয়ে আমতা চৌরাস্তা, আমতা কলেজ মোড় হয়ে পল্লীকল্যাণ,বালিপোতা, সড়িয়ালা,মল্লগ্ৰাম,ছোটমহড়া গ্ৰাম পরিক্রমা করে সিরাজবাটি মসজিদ তলায় এসে শেষ হয়।পরে মসজিদ তলায় কবর স্থানে তাজিয়া রাখা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ষণ কে উপেক্ষা করে আমতার ব্যবসায়ীরা, পথচারী, পাশ্ববর্তী পরিবারের মানুষের উপভোগ করে। তাজিয়া ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রসঙ্গে আমতা সিরাজবাটি আনজুমান এ কাদেরিয়া – র খলিফা শেখ আরিফ বলেন, ” এই তাজিয়া ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা হজরত মুহাম্মদ এর আদর্শ, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছি। সারা দেশ তথা রাজ্যে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে, হিংসা ছড়িয়ে পড়ছে, তখন আমরা কাজী নজরুল ইসলামের ভাষায় ” মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু – মুসলমান, হিন্দু তার নয়ন মণি – মুসলিম তাহার প্রাণ ” । এই কথাকে মাথায় রেখে সিরাজবাটিতে আমরা হিন্দু – মুসলিম সহাবস্থান করছি। আমাদের মধ্যে এখানে কোনো দ্বন্দ্ব – বিভেদ , কোনো গন্ডগোল নেই। আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানে আমরা একে – অপরে আন্তরিক ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত থেকে অনুষ্ঠান গুলি সফল করে তুলে থাকি। উভয় সম্প্রদায়ের মানুষেরা একে অপরের সুখে – দুঃখে, সমস্যায় পাশে থেকে সবকিছু ভাগাভাগি করে নিয়ে সাধ্যমত সাহায্য – সহযোগিতা , সমস্যা সমাধানে পাশে থেকে সহযোগিতা করা হয় ” । তিনি আরও বলেন,” আমরা এখানে কোনো ধর্মীয় বিভেদ, ধর্মীয় উস্কানি প্রবেশ করতে দেব না। ধর্মীয় বিভেদ – ধর্মীয় উস্কানি যারা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমারা উভয় সম্প্রদায়ের মানুষেরা রুখে দাঁড়িয়ে সব রকম প্রতিরোধ গড়ে তুলবো ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *