আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সাতসকালে চিতাবাঘের হুঙ্কারে ঘুম ভাঙে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের বাসিন্দাদের। সবাই লক্ষ্য করেন যে চা বাগানটির 1 এস 2 নম্বর সেকশনের বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। তাতেই আতঙ্কিত হয়ে তাঁরা বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছিলেন। এদিন ঘটনার খবর পেয়ে বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।
আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ, আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।

Leave a Reply