কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্র সরকারের পাঠানো এনআরসি নোটিশ পেয়েছে, দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাটের উত্তম ব্রজবাসী। এনআরসির নামে বাংলার মানুষকে হেনস্তার প্রতিবাদে দিনহাটা চৌধুরীহাটে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মিছিলে হাঁটলেন মন্ত্রী উদায়ন গুহ। এদিনের মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ছাড়াও উত্তম ব্রজবাশী সমর্থনে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে হেঁটেছেন দিনহাটার কয়েক হাজার সাধারণ মানুষ। আর নিজের সমর্থনে একসঙ্গে কয়েক হাজার মানুষকে হাঁটতে দেখে খুশি উত্তম ব্রজবাসী।
এনআরসি নোটিশ দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীহাটের উত্তম ব্রজবাসী কে, তাঁর সমর্থনে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে হাঁটল কয়েক হাজার সাধারণ মানুষ।

Leave a Reply