কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে অর্ধনগ্ন ১১ বছরের নাবালিকার মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ।
গতকাল কুমারগঞ্জ থানার তাজপুর গ্রামের ১১ বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মোহনা জহরাপুকুর এলাকার একটি পুকুর থেকে। ঘটনার তদন্তে নেমে কুমারগঞ্জ থানার পুলিশ নাবালিকার মেসো কে গ্রেফতার করে। এদিন তাকে ১৪ দিনের পুলিশি রিমান্ড চেয়ে বালুরঘাট আদালতে তোলে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এদিন বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে জানান, কুমারগঞ্জের একটি পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত নেমে তার এক আত্মীয়কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম বিজয় কিস্কু। সে পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করে। পারিবারিক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তবে মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ধর্ষণ করে খুন কিনা সে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, এদিন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে।
কুমারগঞ্জের একটি পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত নেমে তার এক আত্মীয়কে গ্রেফতার করল।

Leave a Reply