উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মহরম উপলক্ষে মেলার আয়োজন, এই মেলায় লাঠি খেলতে দূর দূরান্ত থেকে আখড়ার কমিটিরা অংশগ্রহণ করেন। এমন চিত্র ধরা পরল গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবরাজ এলাকায়। এই মেলায় উপস্থিত হন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি টিএনটি শাম শুভ্র কাপরী, গোয়ালপোখর থানার আইসি এন্টি ভুটিয়া, গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবরাজ এলাকায় মহরম উপলক্ষে কয়েক দশক ধরে এই মেলা হয়ে আসছে। এই মহরম মেলায় প্রতিবছর দূর দূরান্ত থেকে লাঠি খেলার জন্য একাধিক আখড়া কমিটিরা অংশগ্রহণ করেন। খেলা দেখতে প্রচুর মানুষ এই মেলায় আসেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা বোঝায় রাখতে গোয়ালপোখর থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।
গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবরাজ এলাকায় লাঠি খেলতে দূর দূরান্ত থেকে আখড়ার কমিটিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply