হাওড়া , নিজস্ব সংবাদদাতা :- এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা এবার রাজ্য সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সফল করতে আজ, মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। হাওড়া ময়দানের শরৎ সদনের সামনে তাঁরা একে একে জমায়েত হচ্ছেন।
সূত্রের খবর, বড় জমায়েতের আশঙ্কায় হাওড়া ময়দান এলাকায় ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
চাকরি না পাওয়ার দীর্ঘক্ষোভ, অভিযোগের পাহাড় এবং আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগে ফুঁসছেন এসএসসি গ্রুপ সি ও ডি-র বহু চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, লিখিত ও ইন্টারভিউয়ে পাশ করেও তাঁরা নিয়োগপত্র পাননি। দীর্ঘ আন্দোলনের পরেও সাড়া না মেলায় এবার তারা রাজ্যের প্রশাসনিক সদর দফতরের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিনের কর্মসূচি ঘিরে হাওড়া স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে হাওড়া সিটি পুলিশও। বিকেলের মধ্যেই বিক্ষোভ আরও তীব্র আকার নিতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
Leave a Reply