দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বালুরঘাট কলেজের পর এবার বালুরঘাট ল কলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বালুরঘাট কলেজে মদ্যপানের ভিডিও ভাইরাল হলেও, বালুরঘাট ল কলেজে এক ছাত্রনেতা অপর এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলের পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করনি সংবাদ মাধ্যম। জেলা বিজেপির অভিযোগ, গোটা রাজ্যের বিভিন্ন কলেজে একই চিত্র। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিস্কার বালুঘাট ল কলেজের ভিডিও এটি। যদিও জেলা তৃণমূলের বক্তব্য রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যে ভিডিও ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসির বক্তব্য এমন কোন অভিযোগ তিনি পাননি।
বালুরঘাট কলেজের পর এবার বালুরঘাট ল কলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Leave a Reply