গৃহবধুর কর্মকান্ডতে বিলুপ্ত প্রাণীদের সংরক্ষণের বার্তা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি। আর এই বৃষ্টির আবহাওয়ায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কানাইচক গ্রামে তিন দিন আগে গৃহবধূ সর্বানী জানার বাড়ির সামনে দেখা মেলে বিলুপ্তপ্রায় কচ্ছপ।আর এই কচ্ছপ উদ্ধারের পর কি করবেন ভেবে পাচ্ছিলেন না।অনেকেই চেয়েছেলেন কেটে খেয়ে নেওয়ার জন্য।তবে সর্বানী দেবী কোনোভাবেই মেরে ফেলতে নারাজ ওই বিলুপ্ত কচ্ছপটিকে। শুক্রবার বিকেলে কোলাঘাটের গৌরাঙ্গঘাটে কচ্ছপটিকে রীতিমতো সিঁদুর মাখিয়ে, ধুপ জ্বালিয়ে পুজো করে রূপনারায়ণ নদীতে ছেড়ে দেন সর্বানী দেবী।একপ্রকার নবজীবন দান করলেন।কানাইচক গ্রামের সর্বানী জানার এই মহতী উদ্যোগে খুশি পরিবেশপ্রেমী মানুষজন। পাশাপাশি গৃহবধুর এই কর্মকান্ডতে বিলুপ্ত প্রাণীদের সংরক্ষণের বার্তা দেওয়া হয় বলে মনে করছেন স্থানীয় সমাজকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *