পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কসবা আইন কলেজের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি, এরই মাঝে এবার মুখ খুললেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তমলুক,কাঁথি,ঘাটাল হাওড়া গ্রামীণ এলাকার সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের কর্মকর্তাদের নিয়ে আগামী একুশে জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয়, এই প্রস্তুতি সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য, এই দিন তিনি কসবা কান্ড নিয়ে বলেন আমি এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না, যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, বিজেপির একাধিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, এর দায়িত্ব কি বিজেপির, আমরা চাই সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতার বার্তা দিতে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন ছাত্র পরিষদের সভাপতি।
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তমলুক,কাঁথি,ঘাটাল হাওড়া গ্রামীণ এলাকার সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের কর্মকর্তাদের নিয়ে আগামী একুশে জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

Leave a Reply