দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের নির্দেশে সারা রাজ্যে শুরু হয়েছে “মিডিয়েশন ফর নেশন” কর্মসূচি। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব গৃহে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি। আগামী ৯০ দিন ধরে চলবে এই উদ্যোগ। আদালতে পেন্ডিং থাকা মীমাংসাযোগ্য মামলাগুলিকে চিহ্নিত করে সেগুলি মিডিয়েটরদের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হবে। মামলার চাপ কমাতে ও দ্রুত বিচার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply