প্রায় ছয়শো বোতল নিষিদ্ধ কফ সিরাপ আটক করে পুলিশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গারহাট এবং তদসংলগ্ন এলাকা যেন নেশাজাতীয় সামগ্রীর আখড়ায় পরিণত হয়েছে l গতকাল ও আজ পরপর দুদিন বিপুল সংখ্যক নিষিদ্ধ কফ সিরাপ আটক করলো পুলিশ l গতকাল ডাক্তারের স্টিকার সাঁটানো প্রাইভেট গাড়ি আটক করে প্রায় তিন হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ আটক করে পুলিশ l তারপরেও যেন পুলিশকে ফিল্মি কায়দায় চ্যালেঞ্জ জানিয়ে আজও পাচারকারীরা পাচারের উদ্যেশ্যে পথে নামে l কথায় আছে চোরের দশদিন –তো পুলিশের একদিন l আজ পুনরায় প্রায় ছয়শো বোতল নিষিদ্ধ কফ সিরাপ আটক করে পুলিশ l গ্রেপ্তার হন গাড়ির চালক মিনারুল মোল্লা , যার বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকায় l একটি কমলা রঙের প্রাইভেট গাড়িতে করে সে নিষিদ্ধ কফ সিরাপের বোতল নিয়ে বালুরঘাট থেকে ডাঙ্গারহাটের দিকে যাচ্ছিলো l যত পাচারকারী আটক হচ্ছে তাদের বেশিরভাগের বাড়ি ডাঙ্গারহাট ও তার পার্শবর্তী এলাকায় l গ্রেপ্তার করছে কে ? বালুরঘাট থানার পুলিশ l কুমারগঞ্জ থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন জনমানসে l
এপ্রসঙ্গে DSP হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলন করে জানান ,” গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানা একটি স্পেশাল টিম গঠন করে অভিযানে নামে l পুলিসের কাছে সূত্র মারফত খবর ছিল একটি প্রাইভেট কারে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছে l পুলিশের টিম সেই গাড়িটিকে ইন্টারসেপ্ট করে এবং ড্রাইভারকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সেই গাড়ির মধ্যে প্রায় 600 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ রয়েছে l আটক হওয়া পাচারকারীর নাম মিনারুল মোল্লা , যার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকার ডাঙ্গারহাট এলাকায় l প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বালুরঘাটের কোনো এক জায়গা থেকে সে রিসিভ করে ডাঙ্গারহাট এলাকার দিকে নিয়ে যাচ্ছিলো l dsp হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ আরও জানান পাচারের সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ জোরদার অভিযান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *