দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ধুমসাদীঘি ডি এল এড কলেজের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির সঙ্গে বুলেরোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত বুলেরো ড্রাইভার । জানা গেছে, ওই নিহত ব্যক্তি স্থানীয় এলাকায়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে হাজির স্থানীয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে ৫১২ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এলাকায় রয়েছে পুলিশ প্রশাসন। প্রত্যক্ষদর্শীদের মতে বেলা পোনে দুটো নাগাদ একটি বুলেরো মালদার অভিমুখে যাচ্ছিল ও উল্টো দিক দিয়ে একটি লরি আসছিল। ধুমসাদিঘী ডি এল এড কলেজ সংলগ্ন জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষের ফলে লরির ডান দিকের চাকা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়ে ও নষ্ট হয়ে যায় এবং রাস্তায় পড়ে গাড়ি অবরুদ্ধ হয়ে যায়। অন্যদিকে বুলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। সেই গাড়ির মধ্যেই আটকে পড়া মৃত ডাইভারকে পুলিশ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।
লরির সঙ্গে বুলেরোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত বুলেরো ড্রাইভার ।

Leave a Reply