দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেখা রায়, MLA, কুশমন্ডি বিধানসভা, করিমুল ইসলাম, সভাপতি, কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, রেজা জাহির আব্বাস, কৃষি কর্মাধ্যক্ষ তথা সাধারণ সম্পাদক, কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, বাহাদুর সরকার, সভাপতি, কুশমন্ডি ব্লক SC, OBC তৃণমূল কংগ্রেস সেল। জাবেদ মিয়াঁদাদ, সম্পাদক,কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। গৌতম রায়, সভাপতি,করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। ফরিকুল ইসলাম, প্রধান,করঞ্জি গ্রাম পঞ্চায়েত সহ আরও অনেক নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ।
২১শে জুলাই “ধর্মতলা চলো” কে সামনে রেখে কুশমণ্ডি ব্লকের করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে পানিশালায় হাট মিছিল ও পথসভায়।

Leave a Reply