৬০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ, ঘটনায় গ্রেফতার হয়েছে কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা মিনারুল মোল্লা নামে এক ব্যক্তি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা মিনারুল মোল্লা নামে এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি কমলা রঙের প্রাইভেট গাড়িতে করে বালুরঘাট থেকে ডাঙ্গারহাটের দিকে কফ সিরাপ নিয়ে যাচ্ছিল মিনারুল। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার একটি স্পেশাল টিম অভিযানে নামে এবং সন্দেহভাজন গাড়িটিকে ইন্টারসেপ্ট করে। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।

এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ হেড কোয়ার্টারের ডিএসপি বিক্রম প্রসাদ সাংবাদিকদের জানান, গোপন সূত্রের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে সে বালুরঘাট থেকে সিরাপ সংগ্রহ করে ডাঙ্গারহাটের দিকে নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং পাচারচক্রে জড়িত অন্যান্যদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারে আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *