ছয় ছয়টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ।

মালদা:, নিজস্ব সংবাদদাতাঃ – আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও ব্রোঞ্জের ছয় ছয়টি পদক জিতে বাংলা ও ভারতের নাম উজ্জ্বল করলেন মালদা শহরের এক গৃহবধূ। শ্রীলঙ্কা মাস্টার্স অ্যাথলেটিক্স-এর উদ্যোগে শ্রীলঙ্কার মহিন্দা রাজাপক্সা স্টেডিয়ামে ৫ই ও ৬ই জুলাই অনুষ্ঠিত হয় ৩৮তম অ্যানুয়াল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নেন মালদা শহরের সিঙ্গাতলা এলাকার গৃহবধূ তথা এক ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলের শিক্ষিকা ৪৫ বছর বয়সী সুপ্রিয়া দাস। তার স্বামী পুলিশ কর্মী, এক ছেলে কলেজে পড়েন এবং এক মেয়ে রয়েছে সে মাধ্যমিকে পড়ে। মনের জোরে পরিবারের সহযোগিতায় নিজ চেষ্টায় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিয়মিত মাঠ করেন। অবশেষে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পেয়ে ৪৫ বছর বয়স উর্ধ্ব ১৫০০ ও ৫০০০মিটার দৌড়,৪০০ মিটার লম্পন দৌড়, ৫০০০মিটার হাটা, ৪×১০০মিটার রিলে,
৪×১০০মিটার মিক্স রিলে এই ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে ছয়টিতেই পদক জয় করে। এর মধ্যে ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মিডেল জিতে এবং বাকি পাঁচটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পাঁচটিতেই ব্রোঞ্জ জিতে নেয়। প্রতিযোগিতা শেষ করে গতকাল মালদায় আসেন। আজ সকালে মালদা শহরের বৃন্দাবনী মাঠে তাকে বিভিন্ন সংস্থা থেকে সংবর্ধনা দেয়। মালদা বৃন্দাবনী মাঠ যোগা অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়, পাশাপাশি বৃন্দাবনী মাঠ মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পদক জয়ে এবং সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি। পাশে থেকে সহযোগিতার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *