জলপাইগুড়ি জেলা পরিষদের মধুবনী ইকো পার্কে ধূপগুড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক চতুর্থ বর্ষ সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো।

 

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধূপগুড়ি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক চতুর্থ বর্ষ সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদের মধুবনী ইকো পার্কে, যা ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকে অবস্থিত। এদিনের সম্মেলনে ডুয়ার্সের মাল ও ধূপগুড়ি মহকুমার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ও ফালাকাটা ব্লক থেকে প্রায় ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্মেলনের সূচনা হয় প্রেস ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহতদের স্মরণে ও প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিদায়ী সম্পাদক কৌস্তভ ভৌমিক তাঁর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন, যা নিয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, বিগত দুই অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবও সম্মেলনে পেশ করা হয়।

সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন ১৩ সদস্যের কমিটি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সনজিত দে, সম্পাদক হন সপ্তর্ষি সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান কৌস্তভ ভৌমিক।

নবনির্বাচিত সম্পাদক সপ্তর্ষি সরকার জানান, আগামী দুই বছরে ধূপগুড়ি প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণ, সাংবাদিকদের জন্য জীবন বিমা ব্যবস্থা ও অন্যান্য পেশাগত সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সমন্বিত উদ্যোগে প্রেস ক্লাব আরও সক্রিয় ও সংগঠিত হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *