খানাকুল ২ ব্লকের রাজহাটী ১ নং জিপির বেশ কিছু গ্রামের নিচু এলাকাতে ডিভিসির ছাড়া জলে এবং বৃষ্টির জলে জলমগ্ন।

খানাকুল, নিজস্ব সংবাদদাতা:- খানাকুল ২ ব্লকের রাজহাটী ১ নং জিপির বেশ কিছু গ্রামের নিচু এলাকাতে ডিভিসির ছাড়া জলে এবং বৃষ্টির জলে রামচন্দ্রপুর, রাধাকৃষ্ণপুর, হিরাপুর এবং কুশালী গ্ৰামের নিচু অংশ বন‍্যার জলে প্লাবিত হয়েছে , বিশেষ করে যাদের মাঠের দিকে বাড়ি তাঁদের বাড়ির নিচু তলাতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। যেভাবে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাতে পাট চাষের ও অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলে অনুমান করা হচ্ছে। অনেক ঢালাই রাস্তা জলের তলায় চলে গেছে । ফলে বিপদ হাতে নিয়ে মানুষজনকে কষ্টের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। না চলছে নৌকা না যাওয়া যাচ্ছে হেঁটে। ঐ সব এলাকার মানুষজন দুর্ভোগে পড়েছেন। জানা যাচ্ছে রাজহাটী ২নং জিপির কিছু মাঠও এবার বন্যার প্রভাবে ডুবতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *