সালানপুর, নিজস্ব সংবাদদাতা :- সাত সকালে বিভিন্ন পণ্য সামগ্রী মজুদ রাখা গোডাউনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এদিন কাক ভোরে সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাডি মোড়ে এটি বহুজাতিক সংস্থার রায় ট্রেডার্স এর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষ আগুনের খবর পেয়ে খবর দেওয়া হয় পুলিশে,পরে দমকলে।দমকলের দুটি ইঞ্জিন আসানসোল ও চিত্তরঞ্জন থেকে আসে।এবং একটি ইঞ্জিনের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।তবে জানা গেছে এই গোডাউনের ভিতরে থাকা লসি, সেম্পু,সাবান,আমুল কুলের বহু সামগ্রী স্পাইরিডেটের পাওয়া যায়।তাছাড়া কিছু সামগ্রিকতে মেনুফ্যাকচারিং ও স্পাইরি ডেটের কোনো পাঞ্চিংয়ে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে সালানপুর ব্লকের জয়েন্ট বিডিও রবি সৌরভ।তিনি কিছু লসি,সেম্পু,সাবান,আমুল কুলের সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়।তবে দমকলের আধিকারিকরা তাপস ঘোষ জানান আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।তিনি আরো বলেন এই গোডাউনে কোনো সেফটি নেই।এই প্রসঙ্গে সংস্থার গোডাউন ম্যানেজার জানান আজ সকালে তাদের কাছে খবর আসে তাদের গোডাউনে আগুন লেগেছে।দমকল আগুন নিয়ন্ত্রণে আনছে।তবে তাকে স্পাইরিডেটের সামগ্রী নিয়ে প্রশ্ন করলে তিনি জানান স্পাইরিডেটের সামান্য কিছু সামগ্রী তাদের গোডাউনে ছিলো।তবে ক্ষয়ক্ষতি পরিমাণ নিয়ে তিনিও কিছু বলতে পারেনি।
সালানপুর থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাডি মোড়ে এটি বহুজাতিক সংস্থার রায় ট্রেডার্স এর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য।

Leave a Reply