নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের ধরে ধরে তাদের বাংলাদেশি বলে জেলে ভরা হচ্ছে ।তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্র জায়গায় প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করে। ঠিক তেমনি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহের নেতৃত্বে কল্যাণী পৌরসভার সামনে এক মহা পথ সভার আয়োজন করা হয়। হাজারো হাজারো তৃণমূল কংগ্রেসের কর্মী কল্যাণী স্টেশন থেকে মিছিল করে তারা পৌরসভার সামনে জমায়েত হয়। সেখানে রানাঘাট দক্ষিণ শাখার তৃণমূল কংগ্রেসের বিধায়ক, জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দ উপস্থিত হয়। আমরা কথা বলেছিলাম চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মন্ডলের সঙ্গে। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে।
বাঙালিদের জেলে ভরার প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের মিছিল, কল্যাণীতে উত্তাল পথসভা।

Leave a Reply