উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কিউআর কোড-কে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মঞ্চ। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, “ভোটে নেমেছিল তৃণমূলকে হারাতে, এখন নিজেই বলছেন এক লক্ষ ৭৫ হাজার মানুষ কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠিয়েছে তাঁকে। সেই টাকার হিসাব কোথায়?” পাশাপাশি, তিনি আরও বলেন, “মাথা ঠিক নেই বলেই মন্ত্রীর নামে সাজানো অভিযোগ নিয়ে থানায় ছুটছে ভিক্টর।”
এদিন একই সুরে বক্তব্য রাখেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “বড় দালালকে বাঁচাতে ছোট দালালকে সমর্থন করছেন অধীরবাবু।”
অন্যদিকে, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি ভিক্টরের পাশে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং বাংলার মানুষের কাছে রব্বানিকে ‘বয়কট’ করার আহ্বান জানান।
Leave a Reply