নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কল্যাণী ব্লক কমিটি উদ্যোগে কাঁচরাপাড়া শহীদপল্লীতে “অমর একুশে জুলাই শহীদ স্মরণ” -এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ যীশু, কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিং, সহ একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ ।
কল্যাণী ব্লকের উদ্যোগ“অমর একুশে জুলাই শহীদ স্মরণ” -এর প্রস্তুতি সভা ।।

Leave a Reply