হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। গাড়ির ফাইন্যান্স করিয়ে দেওয়ার নামে কিস্তির টাকা আত্মসাৎ-এর অভিযোগ হাওড়া জগৎবল্লভপুর গোহালপোতার বাসিন্দা বিমলেন্দু পাত্রর বিরুদ্ধে। কখনও লোন করিয়ে দেওয়ার নাম করে, কখনো গাড়ির ফাইন্যান্স। EMI এর টাকা জমা না করে একের পর এক গ্রাহকদের সেই EMI এর টাকা আত্মসাৎ মেনে নেবে না কেউ। স্বাভাবিকভাবেই আজ শনিবার সকালে গ্রাহকরা জোট বেঁধে হঠাৎই হাজির হন অভিযুক্ত বিমলেন্দু পাত্রর বাড়ি। বাড়ির বাইরে ডেকে এনে তাঁকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনাটির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন। অভিযুক্তর মা যেটা অভিযোগ করেছেন, তাঁর ছেলে আদৌ কী কাজ করত তারা তা কেউ জানেন না। শুধু বাড়িতে বলত চাকরি করেন তিনি। কিন্তু আজ এই ঘটনায় ছেলের শাস্তি চাইছেন অভিযুক্তর মা ও। বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
‘চাকরি করি’ বলেই চালিয়ে যাচ্ছিল প্রতারণা, ছেলের শাস্তি চাইলেন অভিযুক্তের মা।

Leave a Reply