বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের তিরোধান তিথি পালন করা হয়৷ ঠাকুর রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য ছিলেন স্বামী অভেদানন্দ মহারাজ।আর তাঁরই পরম্পরা ছিলেন ঠাকুর সত্যানন্দদেব। তিনি বীরভূমের সিউড়ি, দুবরাজপুর,বাতিকারসহ বেশ কয়েকটি জায়গায় রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন। সেই মহান সাধকের তিরোধান তিথিতে সকাল থেকেই চলে হোম, যজ্ঞ,আরতি, হরিনাম সংকীর্তন। ভক্তরা মৌনব্রত থেকে বিশ্বকল্যাণ যজ্ঞে অংশ নেন। আশ্রমের মাধবানন্দ মহারাজ জানান ঠাকুর সত্যানন্দদেবকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্বকল্যাণ যজ্ঞের আয়োজন করা হয় এদিন।
ঠাকুর সত্যানন্দদেবের তিরোধান তিথিতে শ্রদ্ধাঞ্জলি ও বিশ্ব শান্তির প্রার্থনায় ডুবলো বীরভূমের জয়দেব।

Leave a Reply