তৃণমূলের শক্তি প্রদর্শনে উত্তাল রামগঞ্জ, শহিদ দিবস ঘিরে রাজনীতির পারদ চড়ছে উত্তর দিনাজপুরে।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুলাই শহিদ দিবসকে কেন্দ্র করে রামগঞ্জ বাজার চত্বরে তৃণমূল কংগ্রেসের এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং গোবিন্দপুর ও সুজালী গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করেন ইসলামপুর ব্লক ও চোপড়া বিধানসভার রিপেজেনটিভ ডাক্তার সাদিকুল ইসলাম।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমানের রিটাইজেনটিভ সাদিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার, ইসলামপুর ব্লকের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিধায়ক এর কনভেনার মেহেমুদ আলম, রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুধু মোহাম্মদ ও বাহাদুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তৃতার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্লকের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। বক্তৃতার মাঝে কান্নায় ভেঙে পড়েন তিনি। অন্যদিকে, রামগঞ্জ ২ নম্বর অঞ্চলের নেতৃত্ব মেহেমুদ আলম, রামগঞ্জের কিছু নেতৃত্বের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। কারো নাম না করে তিনি বলেন, “এখন অনেকে দালালির রাজনীতি শুরু করেছেন,” যা ঘিরে উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।

২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন এলাকায় রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *