বৃষ্টি-বজ্রপাতে ক্ষয়ক্ষতি জেলাজুড়ে, রাজনগরে পশু মৃত্যু ও বৈদ্যুতিক সরঞ্জাম বিকল।

রাজনগর-বীরভূম৷, নিজস্ব সংবাদদাতা:- রাজনগর ব্লকের আবাদনগর গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী তারক বাউড়ির বাড়ির দুটি গবাদি পশু বজ্রপাতের জেরে মারা যায়৷ স্থানীয় বাসিন্দা ও সংবাদ সূত্রে জানা যায়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে প্রায় প্রতিদিন৷ আজও তার ব্যতিক্রম হয়নি৷ মাঠ থেকে এসে আবাদনগরে বাড়ির কাছে পুকুর পাড়ে গরুগুলি বেঁধে রাখেন তারক৷ এরপর হঠাৎ বজ্রপাত ঘটলে একটি গাই ও একটি বড় বাছুর মোট দুটি গবাদিপশুর মৃত্যু ঘটে৷ কাছাকাছি আরও কয়েকটি গরু বাঁধা ছিল৷ সেগুলির কোনো ক্ষতি অবশ্য হয়নি৷ গবাদি পশুর মৃত্যুতে তারক, তাঁর বাড়ির লোকজন ও বাসিন্দারা এরজন্য রীতিমতো দুঃখিত, মর্মাহত৷ রাজনগর, খয়রাশোল সহ জেলার বিভিন্ন স্থানে অত্যাধিক বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন ধরণের ক্ষয় ক্ষতির, জীবন হানি ও জখম হওয়ার খবর মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছে৷ রাজনগর হাইস্কুলে একসাথে ১৫ টি ফ্যান বজ্রপাতের জেরে অকেজো৷ বিভিন্ন বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গিয়েছে৷ লোকপুর থানা এলাকায় বজ্রপাতের জেরে একজন ইতিমধ্যে মারা গিয়েছেন৷ রাজনগরে জখম কয়েকজন৷ ফলে বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকালে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন৷।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *