সুন্দরবনের উপকূল রক্ষায় প্রাথমিক শিক্ষক সংগঠনের ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি শুরু।

গোসাবা, নিজস্ব সংবাদদাতা :- প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার জুলাই আন্দোলনের স্মরণে এবছর জুলাই মাসজুড়ে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। স্থানীয় মানুষদের সহায়তায় আজ গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাটের কাছে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি সম্পন্ন হল। কর্মসূচির উদ্বোধন করেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি বিবেকানন্দ সাহু। বক্তব্য রাখেন যুগ্মসম্পাদক রাইহান মোল্লা ও সব্যসাচী হালদার। সব্যসাচী বাবু তার বক্তব্যে বলেন ২০১৯ সালের জুলাই আন্দোলন প্রাথমিক শিক্ষকদের ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনের ফলে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন হয় ও ১৪ জন শিক্ষকের প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার হয়। এই ঐতিহাসিক আন্দোলনের স্মরণে পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকে সংগঠন সুন্দরবন জুড়ে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছে। রাইহান বাবু তার বক্তব্যে বলেন ম্যানগ্রোভ উপকূলের রক্ষী হিসেবে কাজ করে। ঝড়, ভাঙ্গন থেকে উপকূলকে রক্ষা করে, জীববৈচিত্র‍্য রক্ষা করে, পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে এবং পর্যটন শিল্প সহ স্থানীয় মানুষের জীবিকায় সহায়তা করে। তাই ম্যানগ্রোভ রোপণ ও ম্যানগ্রোভ রক্ষার গুরুত্ব অপরিসীম। এই কর্মসূচিতে অশ্বিনী মন্ডল, প্রসেনজিৎ দত্ত, উত্তম বারিকদের মত স্থানীয় শিক্ষকদের উদ্যোগ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *