উত্তর ২৪পরগনা – নিমতা, নিজস্ব সংবাদদাতা:- ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ শহিদ তর্পণের অনুষ্ঠান ৷ ওই সভার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। একুশের মঞ্চ থেকে জননেত্রীর বার্তা শুনতে শনিবারই মহানগরে হাজির জেলার বহু তৃণমূল কর্মী ও সমর্থকরা। একুশে জুলাই নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরো রাজ্য জুড়ে। উত্তর ২৪পরগনা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠ এর উদ্যোগে বেলঘরিয়া নিমতা ডাক্তার বাগানে হয়ে গেল প্রাক প্রস্তুতি সভা। উত্তর ২৪পরগনা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ চেয়ারম্যান অশোক শর্মার নেতৃত্বে একুশে জুলাই সমর্থনে এদিনের জনসভায় উঠে আসে একুশে জুলাইকে সফল করার বার্তা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যান বিধায়ক বিবেক গুপ্তা। ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, অমিত গুপ্তা, কে.কে মিশ্রা, গণেশ ছাগানিয়া, রবি শর্মা, ওম প্রকাশ চৌধুরী, অভিজিৎ ওঝা, পিকু সাহা, অপূর্ব আঢ্য, সন্তোষ যাদব, রাহুল বারুই, ধীরাজ সাউ সহ অন্যান্যরা। পায়ে পায়ে উড়িয়ে ধুলো, একুশে জুলাই ধর্মতলা চলো এই আহ্বানেই ধর্মতলামুখীর অপেক্ষায় ঘাসফুল শিবির।
উত্তর ২৪পরগনা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ চেয়ারম্যান অশোক শর্মার নেতৃত্বে একুশে জুলাই সমর্থনে এদিনের জনসভায় উঠে আসে একুশে জুলাইকে সফল করার বার্তা।

Leave a Reply