হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- জগৎবল্লভপুরে ফের বেপরোয়া বাইক চালনার বলি সাধারণ মানুষ। আজ দুপুর আনুমানিক ১:৪৫ নাগাদ হাওড়া আমতা রোডের যদুপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময় একটি দ্রুতগামী বাইক সজোরে এসে ধাক্কা মারে তাঁকে। সংঘর্ষের পর ছিটকে অনেক দূরে পড়ে যান পথচারী, পাশাপাশি আহত হন বাইকে থাকা আরও দুই ব্যক্তি-সহ মোট চারজন।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। বাইক আরোহীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, আহত পথচারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ এবং ঘাতক বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নামলেই জগৎবল্লভপুর অঞ্চলে বেপরোয়া বাইক চালনার তাণ্ডব চলছে। রাত হলেই অবৈধভাবে সাইলেন্সার বদলানো বাইকের শব্দে কেঁপে ওঠে এলাকা।
“প্রতিদিন এই বাইক বাহিনীর দৌরাত্ম্যে রাস্তায় বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন নিশ্চুপ কেন? কবে মিলবে মুক্তি?”—প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
আহত পথচারীর পরিবার ও এলাকাবাসী দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। প্রশাসনের তরফ থেকে যদিও এখনও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা হয়নি।
Leave a Reply