বেঁচে ফিরলেন বেহালার নয়ন, কিন্তু শহীদ দিবসে তাঁর উপস্থিতি হয়ে উঠলো সত্যিকারের ‘শ্রদ্ধার্ঘ্য’।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেস আয়োজিত ঐতিহাসিক ২১শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বেহালার সত্যেন রায় রোডের বাসিন্দা নয়ন মুখার্জি। আজ রবিবার দুপুর ২টোর সময়, তিনি FAM সংগঠনের মিটিংয়ে অংশগ্রহণের উদ্দেশ্যে মা ফ্লাইওভার ধরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় চীনা মাঞ্জার ফাঁদে পড়ে যায় তাঁর গলা।

চীনা মাঞ্জার কাটায় নয়নের গলার একাংশ রক্তাক্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎ তিনি গাড়ি থামিয়ে যান এবং পাশে কর্তব্যরত এক পুলিশকর্মী তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু নয়ন জানিয়ে দেন যে তিনি একাই কাছাকাছি হাসপাতালে যেতে পারবেন। এরপর তিনি নিজেই যান এসএসকেএম (পিজি) হাসপাতালের ট্রমা কেয়ারে, সেখানে প্রাথমিক চিকিৎসার পরও থামেননি — সোজা পৌঁছে যান ধর্মতলার শহীদ দিবসের সভাস্থলে, আহত অবস্থাতেই।

বর্তমানে নয়নের গলায় ব্যথা রয়েছে এবং খেতে অসুবিধা হচ্ছে বলে জানা গেছে। তবে তাঁর এই অদম্য মানসিক শক্তি ও দলের প্রতি নিষ্ঠা সকলের প্রশংসা কুড়িয়েছে। নয়নের কথায়, “এই সভা আমার কাছে আবেগের, একটুখানি কষ্ট আমাকে আটকাতে পারবে না।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং চীনা মাঞ্জার অবাধ ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *