জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থল জল্পেশ মন্দিরে প্রতি বছরের মতো এবারও শুরু হতে চলেছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ পূর্ণার্থী এই মেলায় অংশ নিতে জলপাইগুড়ি জেলা ছাড়াও বিভিন্ন জেলা, রাজ্য এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও আসেন। বিশেষ করে শ্রাবণ মাসের রবিবার ও সোমবার পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় হয় মন্দির প্রাঙ্গণে।
কিন্তু মেলা শুরুর প্রাক্কালে দেখা যাচ্ছে, জল্পেশ মন্দির সংলগ্ন পুকুরপাড়ে নোংরামির ছড়াছড়ি। কর্দমাক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে পুকুরের চারপাশ। অথচ এই পুকুর থেকেই জল সংগ্রহ করে শিবলিঙ্গে জলাঞ্জলি দেন পূর্ণার্থীরা। ভক্তিময় পরিবেশের মধ্যে এমন নোংরার চিত্রে হতাশ এবং ক্ষুব্ধ অনেক ভক্ত।
স্থানীয় বাসিন্দারা ও পূর্ণার্থীরা প্রশ্ন তুলেছেন, মেলার আগে প্রশাসনের তরফে কেন এই এলাকাটি পরিষ্কার করা হয়নি? একদিকে পূর্ণার্থীদের স্বাস্থ্যের ঝুঁকি, অন্যদিকে ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত বলেই মনে করছেন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার, মেলা শুরুর আগে পরিস্থিতি স্বাভাবিক করতে কতটা উদ্যোগ নেয় প্রশাসন।
শ্রাবণী মেলার মতো বিশাল ধর্মীয় অনুষ্ঠানে এমন অব্যবস্থা, প্রশ্ন তুলছে প্রশাসনিক তৎপরতা নিয়েই।
Leave a Reply