কালনা-পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মৈত্রী ফুটবল কাপের রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে। এদিন রবিবার বিকেলে কালনা মহকুমার চারটি থানা পুলিশদের খেলায়, ফাইনাল মন্তেশ্বর থানা পুলিশ ও কালনা থানার পুলিশ মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলে কালনা থানা পুলিশ জয়লাভ করে। একই সাথে পরবর্তী সময় নাদন ঘাট থানা পাবলিক ও কালনা থানা পাবলিক এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সেখানে ১- ০ গোলে নাদনঘাট থানা পাবলিক কে পরাজিত করে কালনা থানা পাবলিক জয়লাভ করে। এদিনের এই খেলায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, এসডিপি ও রাখেশ চৌধুরী, ভারতের প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় তরুণ দে, মৃন্ময় ব্যানার্জি সহ কালনা, মন্তেশ্বর, নাদনঘাট পূর্বস্থলী থানার থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা।
ফুটবলের ময়দানে পুলিশ-পাবলিকের বন্ধন, কালনায় সফল ফাইনাল ম্যাচে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ।

Leave a Reply