ফুটবল প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তঃরাজ্য স্কুল চ্যাম্পিয়নশিপ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরে সম্পন্ন হলো আইএফএ পরিচালিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত “সুপ্রিমকাপ অনূর্ধ্ব-১৪ আন্তঃরাজ্য স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ”। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-১ গোলে পতিরাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো রাজীবপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়।

১৩ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার মোট ৮টি বিদ্যালয় অংশ নেয়। ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় রাজীবপুরের ফুটবলাররা। প্রথমার্ধেই সত্যজিৎ মার্ডি ও দেব মুর্মুর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পতিরামের অভিজিৎ হাঁসদা একটি গোল শোধ করলেও দেব মুর্মুর আরও একটি গোল চূড়ান্ত করে দেন ফলাফল।

দেব মুর্মু ফাইনাল ম্যাচে অসাধারণ খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন এবং একই সঙ্গে তিনি পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সম্মানও লাভ করেন। অপরদিকে, ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন সত্যজিৎ মার্ডি। পতিরামের অর্ণব ঘোষ সেরা গোলকিপার নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ, ফুটবল সম্পাদক কৃষ্ণ দত্ত, অ্যাথলেটিকস সম্পাদক অমিত সাহা, খো-খো সম্পাদক অসীম সরকার, ক্রীড়াবিদ কান্তি রঞ্জন সাহা, আইনজীবী বিদ্যুত রায়, ডাঃ পঙ্কজ ঘোষ, মানস মজুমদার, প্রাক্তন ফুটবলার মলয় ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

চ্যাম্পিয়ন রাজীবপুর সেন্ট জোসেফ দল এবার মুর্শিদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া জোনাল পর্যায়ের চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, যেখানে ছয়টি জেলার শ্রেষ্ঠ দলগুলি মুখোমুখি হবে। কোচিং স্টাফ জানিয়েছেন, ইতিমধ্যেই তারা প্রস্তুতি শুরু করেছে।

জেলার ক্রীড়া মহলের মতে, এই ধরণের টুর্নামেন্ট শুধুমাত্র প্রতিযোগিতার উত্তেজনা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাময় ফুটবলারদের তুলে ধরার এক অনন্য মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *