বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে ১৪ ই জুলাই থেকে অরন্য সপ্তাহ পালিত হল। অরন্য সপ্তাহের শেষ দিনে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে ও ইন্দপুর বনাঞ্চলের আয়োজনে বনমহোৎসব পালিত হল।রবিবার ইন্দপুর বনাঞ্চল কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন দফতর জানায়, এলাকার বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হয়, বিভিন্ন বিভাগে সফলদের পুরস্কৃত করা হয়। এদিন আদিবাসী নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, ওসি মনোরঞ্জন নাগ, রেঞ্জ অফিসার কোয়েল মৌলিক, ইন্দপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় চন্দ, ইন্দপুর পঞ্চায়েতের প্রধান পার্থ সাহানা, ইন্দপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না মণ্ডল,দেউলভিড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চণ্ডীদাস গোস্বামী,শালকাপ-রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিক জগদীশ পাইন, বিশিষ্ট শিক্ষক সেবক কুমার দাস, ইন্দপুরের বিশিষ্ট সমাজসেবী সুকদেব চন্দ ,সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে বন দফতরের কর্মী, আধিকারিকেরা। এদিন সবাইকে ফল-ফুল গাছের চারা দেওয়া হয় বন দফতরের তরফে।
বাঁকুড়ায় বন দফতরের উদ্যোগে চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলো ইন্দপুর।

Leave a Reply