নিজের ছোঁড়া বর্ষাতেই নিজের বুকে! কালনায় ভয়াবহ দুর্ঘটনায় আহত যুবক।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- সিনেমার সংলাপ কখনও কখনও বাস্তব জীবনে যেন আশ্চর্যভাবে মিলে যায়। জনপ্রিয় হিন্দি মুভির বিখ্যাত সংলাপ “শিকারি খুদ এহা শিকার হো গায়া” ঠিক যেন বাস্তব হয়ে দেখা দিল পূর্ব বর্ধমানের কালনা মহকুমার ঘু-ঘু ডাঙা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। বর্ষার জলে ভরা একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় যুবক আয়ুষ শেখ (২২)। নিজের তৈরি ধারালো বর্ষা (মাছ শিকারের লোহার ফলা যুক্ত যন্ত্র) দিয়ে যখন মাছ শিকারে মগ্ন তিনি, তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি মাছ লক্ষ্য করে জোরে বর্ষা ছোঁড়ার সময় আচমকা পিছলে পড়ে যান আয়ুষ। আর সেই সময় নিজেই হয়ে ওঠেন নিজের ছোঁড়া বর্ষার শিকার।
দর্শকদের চোখের সামনেই সেই ধারালো বর্ষার লোহার ফলাটি সোজা আয়ুষের বুকে গিয়ে বিঁধে যায়! মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে হতভম্ব হয়ে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দ্রুত কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

🏥 অস্ত্রোপচার করে বর্ষা বের করলেন চিকিৎসকরা

ঘটনার ভয়াবহতা দেখে প্রথমে চিকিৎসকরাও থমকে যান। বর্ষার ফলাটি বাম দিকের বুকের বেশ গভীরে প্রবেশ করেছিল। জরুরি ভিত্তিতে তাকে অস্ত্রোপচার কক্ষে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের একাধিক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে সেই বিপজ্জনক বর্ষাটি তার শরীর থেকে বের করে আনতে সক্ষম হন তারা। বর্তমানে রোগী স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

👨‍⚕️ চিকিৎসকদের প্রশংসা এলাকাবাসীর

এই আশ্চর্যজনক ও সাহসিকতাপূর্ণ অস্ত্রোপচারের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, “আয়ুষ দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছে ডাক্তারদের জন্যই। এই ধরনের দুর্ঘটনায় সচেতনতা দরকার।”

⚠️ সাবধান হোন, মাছ ধরাও বিপজ্জনক হতে পারে!

এই ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে। মাছ ধরার সময়ে ধারালো অস্ত্র ব্যবহার করার আগে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভেজা মাটি বা পিচ্ছিল পুকুরপাড়ে দাঁড়িয়ে শিকার না করার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা।
📌 সংক্ষিপ্ত তথ্য:

আহতের নাম: আয়ুষ শেখ

ঘটনার স্থান: ঘু ঘু ডাঙা, কালনা

চিকিৎসা কেন্দ্র: কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল

অস্ত্রোপচার সময়: প্রায় ৩ ঘণ্টা

বর্তমান অবস্থা: স্থিতিশীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *