বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে হেনস্থার শিকার উত্তর দিনাজপুরের সৈকত রায়! ভিডিওর পর নিখোঁজ!

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলার চিনাজ গ্রামে বাসিন্দা পরিযায়ী শ্রমিক সৈকত রায়। রানীগঞ্জ পঞ্চায়েতের অধীন করণদিঘী ব্লকের এই যুবক প্রথমে গোয়া, পরে পুনে হয়ে চেন্নাইতে কাজের সন্ধানে যান। কিন্তু চেন্নাইয়ের ডাউন স্টেশনে পৌঁছে হঠাৎ এক ভিডিও বার্তায় জানান, তাঁকে “জাসুস” সন্দেহে স্টেশন মাস্টার, ট্রাফিক পুলিশ এবং RPF কর্মীরা হেনস্থা করছেন এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।

ভিডিওতে সৈকত বলেন, “আমি একজন পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে ঘুরি। কিন্তু আজকে যদি কিছু হয়ে যায়, এই ভিডিওটাই আমার শেষ ভিডিও হতে পারে।” এরপরই তাঁর পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় এবং তারপর থেকেই তিনি নিখোঁজ।


স্টেশনে পড়ে থাকা ফোন থেকে ভেসে এল অজানা কণ্ঠস্বর, সৈকত কোথায়?

পরিবারের দাবি অনুযায়ী, ভিডিও প্রকাশের কিছুক্ষণ পর তাঁর মোবাইল নম্বরে ফোন করলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি জানান, ফোনটি ট্রেনের সিটে পড়ে ছিল, বারবার বেজে যাওয়ায় তিনি রিসিভ করেন। নিজেকে নদীয়ার বাসিন্দা বলে দাবি করে জানান, ফোনটি স্টেশন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। এরপর থেকেই ফোনটি সুইচড অফ এবং সৈকতের আর কোনো খোঁজ নেই।


সিআইটিইউ’র হস্তক্ষেপ, ডালখোলা থানায় অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নিখোঁজ সৈকতের বাবা গোপালকৃষ্ণ রায় (৭৫) ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার রিসিভ কপি পান। বিষয়টি জানার পর উত্তর দিনাজপুর জেলা CITU নেতৃত্ব পরিবারটির সঙ্গে দেখা করেন ও জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দেন। যেহেতু জেলা শাসক সেদিন অনুপস্থিত ছিলেন, তাই বিষয়টি রায়গঞ্জের মহকুমা শাসকের কাছে জানানো হয়।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সিআইটিইউ সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী, সুরেশ গুপ্ত, একরামুল হক, সুজিত সরকার, রঞ্জন দাস, রঘুপতি মুখার্জি এবং কার্তিক দাস সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সৈকতের সন্ধান ও যথাযথ তদন্তের দাবী জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *