পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে গাছ। সেই কাজে মদত দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা ও বন দপ্তরে লিখিত অভিযোগ জানালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের কৈঁথোড়
পাতলচুয়া গ্রামে। অভিযোগ, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ রায় ও তাঁর অনুগামীরা সরকারি অনুমতি না নিয়ে বেশ কিছু পূর্ণবয়স্ক গাছ কাটার সময়ে স্থানীয়রা বাধা দিতে গেলে চরম বচসা বাধে। পরে স্থানীয়রা এগরা থানা ও বনদপ্তরে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে বনদপ্তরের লোকেরা ঘটনাস্থলে হানা দেয়। পাশাপাশি, এদিন গাছ কাটার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেন বনদপ্তরের কর্মীরা। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রের খবর। এই ঘটনা প্রসঙ্গে এগরার বিজেপি নেতা স্বরূপ দাস জানিয়েছেন, এই মাস অরণ্য মাস চলছে। যেখানে প্রধানমন্ত্রী একটি গাছকে মায়ের সাথে তুলনা করেন সেখানে শাসক দলের লোকেরা গাছ চুরি করে বিক্রি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়াওয়ার সাথে সাথে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। তবে এগরা ১ ব্লক তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন, যারা তৃণমূলের নাম অভিযোগ করছে তাঁরা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি, ঐ জায়গাগুলিতে জারা পাট্টা পেয়েছেন তারাই গাছ কেটেছে। তৃণমূলকে বদনাম করার জন্য বিরোধীরা এই সব অভিযোগ করছে।
অরণ্য মাসে গাছ কাটাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বিজেপির হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের।

Leave a Reply