আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার বনদপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে সচেতন করা হচ্ছে যাতে এই সময় কেউ জঙ্গলে প্রবেশ না করেন। শুক্রবার বনদপ্তরের দলগাঁও রেঞ্জের পক্ষ থেকে বিভিন্ন বনাঞ্চল লাগোয়া এলাকায় মাইকিং করে সচেতনতা মূলক প্রচার চালানো হয়। জানা গিয়েছে, মানুষ ও বন্যপ্রাণী সংঘাত কমাতে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে। এদিন ফালাকাটা ব্লকের শিশুবাড়ি, সরুগাও, আলীনগর, তাসাটি চা বাগান, দলগাঁও চা বাগান সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়।
আলিপুরদুয়ার বনদপ্তরের প্রচার অভিযান: মানুষ-প্রাণী সংঘাত রোধে সচেতনতা বাড়ানোই লক্ষ্য।

Leave a Reply