নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং বহিরাগত প্রবেশ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখাল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। বৃহস্পতিবার দুপুরে SFI-এর একটি বিশাল মিছিল নৈহাটির চিলড্রেন পার্ক থেকে শুরু হয়ে RBC কলেজের সামনে এসে পৌঁছয়।
মিছিলের অনুমতি না থাকায় কলেজের সামনে পুলিশের কড়া পিকেটিং বিক্ষোভকারীদের কলেজে প্রবেশ করতে বাধা দেয়। প্রতিবাদে SFI সমর্থকরা একসময় কলেজের গেটের সামনেই বসে পড়েন।
পরে, SFI-এর পাঁচ সদস্যের একটি ছাত্র প্রতিনিধি দল পুলিশের অনুমতি সাপেক্ষে কলেজে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেয়। SFI-এর অভিযোগ, কলেজে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কলেজের পঠন-পাঠনের পরিবেশ নষ্ট করছে। তারা অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে একটি স্বচ্ছ ও সুষ্ঠু শিক্ষাঙ্গনের দাবি জানিয়েছে।
নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজে SFI-এর বিক্ষোভ: দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঘেরাও।

Leave a Reply