বন্যা পরিস্থিতিতে নজরদারি বাড়াতে ড্রোন ক্যামেরা ব্যবহার, জানালেন বিডিও জাকারিয়া।

খানাকুল, নিজস্ব সংবাদদাতা:- খানাকুল ২ পঞ্চায়েত সমিতির বিভিন্ন ফেরি ঘাট গুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসন থেকে লাইফ জ্যাকেট এর ব্যবস্থা করলো খানাকুল ২ ব্লকের বিডিও মহম্মদ জাকারিয়া ।

আরোহীদের দীর্ঘদিনের দাবি ছিলো লাইফ জ্যাকেট, যেটা পেয়ে খুশি নৌকা যাত্রীরা । নৌকা যাত্রীরা লাইফ জ্যাকেট পড়ছে নাকি তাও গোপনে খোঁজ রাখা হবে ব্লক প্রশাসন সূত্রে, কেউ অমান্য করলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে । কারণ জ্যাকেট গুলো মানুষের প্রাণ বাঁচানোর তাগিতে সাধারণ মানুষ ব্যবহার এর জন্য দেওয়া হয়েছে । তাই ব্লক প্রশাসন এর পক্ষ থেকে নির্দেশ ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার জন্য । দেখাবো খানাকুল ২ ব্লকের বিডিও কি জানালেন ।

অন্যদিকে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গায় সরেজমিনে ক্ষতিয়ে দেখতে ড্রোন ক্যামেরার ব্যাবহার করলো ব্লক প্রশাসন , কারণ হিসেবে বিডিও জানান যেখানে নৌকা বা কোনো যানবাহন পৌঁছাতে পারছে না সেই এলাকা গুলো আমরা ড্রোন ক্যামেরা দিয়ে লক্ষ্য নজর রাখছি । বেশির ভাগ জায়গায় চাষের জমি তে জল দাঁড়িয়ে আছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *