আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফের ট্রেনের চালক ও সহ চালকের তৎপরতায় হাতির প্রাণ বাঁচল। জরুরী ব্রেক কষে ট্রেন থামালেন ডাউন কাঞ্চন কন্যা এক্সপ্রেসের চালক ও সহ চালক।
হাতি বাঁচানোর সেই ভিডিও প্রকাশ করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।
রেল জানিয়েছে আজ ৬ টা ১৭ মিনিট নাগাদ বাগরাকোট ও সেবক স্টেশনের মাঝে রেলের ৭২/৩ নম্বর পিলারের সামনে একটি হাতি রেল লাইনে দাঁড়িয়েছিল। আচমকা রেল লাইনে হাতি দেখে জরুরী ব্রেক কষেন ট্রেনের চালক উত্তম বড়ুয়া। পরে হাতি রেল লাইন থেকে সরে গেলে ফের ট্রেন চালানো হয়।
Leave a Reply