নদী পারাপারে দুর্ভোগের অবসান, খানাকুলে নতুন নৌকা চালু করে প্রশাসনের নজির।

নিজস্ব সংবাদদাতা, খানাকুল: – জনগণের দাবি মেনে প্রশাসনের দ্রুত উদ্যোগে বাস্তবায়িত হলো এক প্রশংসনীয় পদক্ষেপ। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের হেলান মইখন্ড গ্রামে নদী পারাপারের একমাত্র ভরসা ছিল একটি নৌকা। কিন্তু দীর্ঘদিন ধরে সেই নৌকা অচল থাকায় চরম দুর্ভোগে পড়েন গ্রামবাসীরা।
স্থানীয় মানুষজন বিনামূল্যে নদী পারাপারের জন্য নতুন নৌকার আবেদন জানান পঞ্চায়েত ও প্রশাসনের কাছে। মাত্র দু’সপ্তাহের মধ্যেই প্রশাসন দ্রুত সাড়া দেয়। উদ্যোগে শামিল হন আরামবাগের সাংসদ মিতালী বাগ, হুগলি জেলার জেলাশাসক (ডি.এম.), আরামবাগের এসডিও, খানাকুল ১ এর বিডিও অরিন্দম মুখার্জি এবং রামমোহন ২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।
অবশেষে, প্রশাসনের সহযোগিতায় এবং জনপ্রতিনিধিদের সদিচ্ছায় গ্রামে পৌঁছে গেল নতুন নৌকা। আজ আনুষ্ঠানিকভাবে সেই নৌকার শুভ উদ্বোধন হয় গ্রামবাসীদের উপস্থিতিতে।
এই উদ্যোগের ফলে হেলান মইখন্ড গ্রামের মানুষজন আবারও সহজেই ও নিরাপদে নদী পারাপার করতে পারবেন। প্রশাসনের দ্রুত সাড়া ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *