আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – আজ ফালাকাটা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঁচটি পরিবার ও ২ নম্বর ওয়ার্ডের দুইটি পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সাম্প্রদায়িক ও বাংলা-বিরোধী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা প্রকাশ করেন।
যোগদানকারীদের দাবি, বিজেপি একটি বিভাজনমূলক ও সাম্প্রদায়িক রাজনীতি করে, যা বাংলা ও বাঙালির সংস্কৃতির পরিপন্থী। তাই তারা ওই দল থেকে সরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যাত্রায় সামিল হলেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন এবং জনমুখী কাজের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলেই বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।
বাংলা-বিরোধী রাজনীতি ছেড়ে তৃণমূলেই ভরসা, বিজেপি ত্যাগ ফালাকাটায়।

Leave a Reply