কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের ঐতিহাসিক জেডি হাসপাতাল রক্ষার দাবিতে আজ সরব হল সিপিআইএম। খাগড়াবাড়ি এরিয়া কমিটির উদ্যোগে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পর জেডি হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ দেখান বাম নেতৃত্ব।
সিপিআইএম-এর দাবি, ১৯৪৭ সালে কোচবিহারের মহারাজা কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক হাসপাতাল বর্তমানে ধ্বংসের মুখে। একসময় কোচবিহারের চিকিৎসা পরিসেবার অন্যতম স্তম্ভ এই হাসপাতাল আজ প্রায় অচল। তারা চান, হাসপাতালটিকে হেরিটেজ ঘোষণা করে, কোচবিহার মেডিকেল কলেজের একটি অংশ হিসেবে সংরক্ষণ এবং ব্যবহার করা হোক।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। হাসপাতালের সামনেই পথ অবরোধ করে আন্দোলনে সামিল হন তাঁরা।
তাদের অভিযোগ, রাজ্য সরকার এই ঐতিহাসিক প্রতিষ্ঠানকে অযত্নে ফেলে রেখেছে। যত শীঘ্র সম্ভব সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাম নেতৃত্ব।
যদি তাদের দাবি না মনে হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
Leave a Reply