কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সল্টলেক ইসি ব্লক ও এফ ডী ব্লকের রাস্তা এখনো জলে মগ্ন। নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই কারণেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে সল্টলেকের বিভিন্ন জায়গায়। বিধান নগর পৌরাণিকাম থেকে ঢিল ছড়া দূরত্বে ইসি ব্লকও একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণেই বিধাননগর বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ। বৃষ্টির জমা জলে ইসি ব্লকের রাস্তায় সাঁতার কাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে নিয়ে যায়।
“রাস্তা নয় যেন পুকুর” — সাঁতার কেটে নিকাশি সমস্যার প্রতিবাদ বিজেপির।

Leave a Reply