গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- হরিয়ানায় আটক গোয়ালপোখরের প্রায় ১০০ এর বেশি শ্রমিক। হরিয়ানার পানিপথে কাজ করত এই শ্রমিকরা। বাংলাভাষী হওয়ায় শ্রমিকদের আটক করে রেখেছে সেখানকার প্রশাসন। *সেই আটক করার একটি ভিডিও ভাইরাল* আধার কার্ড, ভোটার কার্ড দেখালে সেই ডকুমেন্ট জাল বলে দাবি সেখানকার প্রশাসনের। এই খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের সঠিক ভাবে বাড়ি ফিরিয়ে আনতে ব্লক প্রশাসনের দারস্থ হন গোয়ালপোখরের শ্রমিকদের পরিবারের সদস্যরা। শ্রমিকদের সমস্ত রকম ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে।
শ্রমিক আটকে রাখার অভিযোগে উত্তেজনা, পরিবারের আবেদন ব্লক প্রশাসনের দ্বারস্থ।

Leave a Reply