নিজস্ব সংবাদদাতা, মালদা:- আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়বিদারক দৃশ্য। মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চল থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক অসুস্থ রোগীকে খাটিয়ায় করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ পথ অতিক্রম করে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকার স্বাস্থ্য পরিকাঠামো এতটাই দুর্বল যে, রোগী পরিবহণের কোনও আধুনিক ব্যবস্থা নেই। এমনকি জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবাও সময়মতো মেলে না বলেই অভিযোগ। ফলে বাধ্য হয়ে খাটিয়া বা দোলনার সাহায্য নিতে হচ্ছে গ্রামবাসীদের।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। জনস্বাস্থ্য ব্যবস্থার এই করুণ চিত্র প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলছে বলে অনেকে মনে করছেন।
তবে এই ভিডিওর সত্যতা এখনও পর্যন্ত আমাদের সংবাদমাধ্যম স্বতঃসিদ্ধভাবে যাচাই করতে পারেনি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হবিবপুরে রোগী বহনে আধুনিকতার ছোঁয়া নেই, খাটিয়া ভিডিও ঘিরে জেলায় চাঞ্চল্য।

Leave a Reply