হাসপাতালের নিরাপত্তায় জোর, তপসিয়ায় পুলিশ আউটপোস্টের সূচনা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-  তপসিয়া থানার অন্তর্গত ক্যালকাটা পাবলভ হাসপাতালে শুক্রবার সকালে চালু হল একটি নতুন পুলিশ আউটপোস্ট। এই গুরুত্বপূর্ণ আউটপোস্টের উদ্বোধন করেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং হাসপাতালের সুপারিনটেনডেন্ট। কমিশনার মনোজ ভর্মা নিজে আউটপোস্ট ভবনের ভিতরে ঢুকে পরিকাঠামো ও প্রস্তুতির খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান,

“দীর্ঘদিন ধরে এই আউটপোস্ট স্থাপনের বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে তা বাস্তবায়িত হল। এই আউটপোস্ট হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পাবলভ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্রে পুলিশ আউটপোস্ট চালু হওয়ায় রোগী ও পরিজনদের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই মত হাসপাতাল কর্তৃপক্ষের।

এই পদক্ষেপে কলকাতা পুলিশের নাগরিক নিরাপত্তা ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন ঘটল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *