কলকাতার প্রাণকেন্দ্রে আচমকা ধস, পুলিশ ঘিরে রাখল এলাকা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিকেল গড়াতে না গড়াতেই বিপদের ছায়া নামল শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটে। শনিবার রাত প্রায় ৯টা নাগাদ পার্ক স্ট্রিটের এলেন পার্কের সামনে আচমকাই রাস্তায় বড় ধস নামে। ধস নামার ফলে রাস্তায় সৃষ্টি হয় গভীর গর্ত, যার জেরে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যানবাহন ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি বিকট শব্দ হয় এবং রাস্তার একটি বড় অংশ দেবে যায়। মুহূর্তের মধ্যেই ওই স্থান ঘিরে ফেলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।
পুলিশ সূত্রে খবর, আপাতত এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ সেখানে না যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভূগর্ভস্থ জলাশয় বা পুরনো নর্দমা লাইনের ক্ষয়েই এই ধস। তবে সঠিক কারণ জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
ঘটনাস্থলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাস্তায় ধস নামার কারণে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যানজটে ভোগান্তি বেড়েছে। রাতের শহরে এই ধরনের ঘটনা ফের একবার কলকাতা পৌর পরিকাঠামোর প্রশ্ন তুলে দিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাস্তা মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *