পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধীরা, এই পরিস্থিতির মাঝে অনুপ্রবেশকারীদের তাড়ানোর অঙ্গীকার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কালীচরণপুর হরি মন্দির প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রম অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপ্রবেশকারীদের বিষয় নিয়ে ঠিক এভাবেই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি মুখ্যমন্ত্রী কে নানা ভাষায় কটাক্ষ করলেন বিরোধী দলনেতা, তিনি জানিয়েছেন সারা দেশ জুড়ে যেভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেয়া হচ্ছে এই রাজ্যেও বের করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের স্বার্থে সোচ্চার হয়েছেন।
‘দেশজুড়ে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ, বাংলাতেও হবে’ — দাবি শুভেন্দু অধিকারীর।

Leave a Reply